না.গঞ্জে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান: ৪ মামলায় জরিমানা আদায়
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরে ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্স ছাড়া ড্রাইভিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এতে চার মামলায় আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (২০ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাঁনমারী এলাকায় এই অভিযান চালানো হয়। এর নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর সহকারী পরিচালক মাহবুবুর রহমানও অভিযানে উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “অনেক দিন ধরেই ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ি অবাধে চলছিল।”
তিনি আরও বলেন, “জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্যারের নির্দেশে আমরা কাজ করছি। সড়ক নিরাপত্তা ও যানবাহনে শৃঙ্খলা ফেরাতে অবৈধভাবে চলাচলকারী সব গাড়িকে আইনের আওতায় আনা হবে।”