সোমবার, জুলাই ২১, ২০২৫
ধর্ম

‘জুলাই সনদ’ ঘোষণার দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: ‘জুলাই সনদ’ ঘোষণা, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারদের পুনর্বাসন ও আহতদের চিকিৎসা প্রদান, এবং পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর। শনিবার (১৯ জুলাই) এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি ১নং রেল গেট থেকে শুরু হয়ে ডিআইটি পর্যন্ত প্রদক্ষিণ করে। মিছিল থেকে জুলাই যোদ্ধাদের উপর সন্ত্রাসী হামলা, চলমান খুন, ধর্ষণ ও চাঁদাবাজদের বিচার দাবি করা হয়।

সংগঠনটির সভাপতি এইচ এম শাহীন আদনান মিছিলে সভাপতিত্ব করেন। তিনি তার বক্তব্যে বলেন, “স্বৈরাচার পতনের পর আমরা আশা করছিলাম জুলাইয়ের চেতনাকে ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকার দেশ গঠনে কাজ করবে। কিন্তু সরকার এখনো পর্যন্ত জুলাইয়ের চাহিদা পূরণ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।” তিনি আরও যোগ করেন, “এখনো পর্যন্ত সরকার জুলাই সনদ ঘোষণা করেনি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে।”

তিনি সরকারকে জুলাইয়ের চেতনাকে ধারণ করে দ্রুত ‘জুলাই সনদ’ ঘোষণাসহ যাবতীয় বিষয় সমাধানের আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর-এর সহ-সভাপতি মুহা নোমান আহমেদ, সাধারণ সম্পাদক মুহা আবুল হাশিম, সাংগঠনিক সম্পাদক মুহা তারেক হাসান, প্রশিক্ষণ সম্পাদক জাহিদুল ইসলাম মোল্লা, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহা খালেদ সাইফুল্লাহ সানভীর, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহা আমির হামজা সহ থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

RSS
Follow by Email