তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে রূপগঞ্জে যুবদলের মানববন্ধন
লাইভ নারায়ণগঞ্জ: তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল নেতাকর্মীরা। শনিবার (১৯ জুলাই) উপজেলার মুড়াপাড়া প্রেসক্লাব এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান যুবদল নেতাকর্মীরা। সমাবেশ শেষে মুড়াপাড়া প্রেসক্লাবের সামনে থেকে মিছিল বের করেন যুবদল নেতাকর্মীরা।
কমর্সচিতে যুবদল নেতা আবু মোঃ মাসুমের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিম সরকার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সুলতান মাহমুদ সহ রূপগঞ্জ উপজেলা যুবদলের আওতাধীন সকল ইউনিয়নের নেতৃবৃন্দ।