তারেক রহমানের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল
লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের’ প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অনুষ্ঠিত এই কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে থেকে শুরু হয় এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়। এই মিছিলে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গসংগঠন, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় বিএনপি নেতারা তারেক রহমানের বিরুদ্ধে চলা অপপ্রচারের তীব্র নিন্দা জানান। তারা বলেন, যারা বাংলাদেশে নির্বাচনে দুটি আসনও পাবে না, তারাই তারেক রহমানকে নিয়ে নানান কথা বলছে। তারা তারেক রহমানকে ‘প্রাণপ্রিয় নেতা’ এবং ‘বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক’ হিসেবে উল্লেখ করেন। তারা আরও বলেন, যারা বিএনপিকে নিয়ে কথা বলছে, তাদের ভেবেচিন্তে কথা বলা উচিত।
ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লার সভাপতিত্বে এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের পরিচালনায় এই বিক্ষোভ মিছিলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম সহ আরও অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।