শনিবার, জুলাই ১৯, ২০২৫
Led01সদর

চাষাড়ায় হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ৩০ দোকান

লাইভ নারায়ণগঞ্জ: শুক্রবার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকায় অবস্থিত সিটি কর্পোরেশনের হকার্স মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের অন্তত ৩০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে হকার্স মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আড়াই ঘণ্টার নিরলস চেষ্টায় সকাল সাড়ে আটটায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

পুড়ে যাওয়া দোকানগুলো মূলত তৈরি পোশাকের ছিল। এই হকার্স মার্কেটে প্রায় দুই শতাধিক ছোট ছোট দোকান রয়েছে।

মন্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া জানান, আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা সম্ভব হয়নি। তিনি বলেন, তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে।

RSS
Follow by Email