একটা দল ক্ষমতায় যাওয়ার জন্য অশান্তির আগুন জ্বালিয়ে রাখছে: রেজাউল করিম
লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেন, নারায়ণগঞ্জের মাটি ইসলামের ঘাটি, স্বাধীনতার পর যারাই এই দেশ শাসন করেছে তাদের থেকে দূর্নীতি আর চুরির দিকে বিশ্বের কাছে এই দেশ প্রথম হয়েছে। আন্দোলনের সময় অনেক মায়ের কোল খালি হয়েছে। বিগত সরকার ক্ষমতায় থাকাকালীন সময় হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে বাড়ি করেছে। সাবেক ভূমি মন্ত্রীর লন্ডনে সাড়ে তিনশ বাড়ি পাওয়া গেছে। গণঅভ্যুত্থান অনেক মানুষ আহত নিহত হয়েছে। তারা শুধু নির্বাচনের জন্য এই আন্দোলন করে নাই। এখন একটা দল ক্ষমতায় যাওয়ার জন্য অশান্তির আগুন জ্বালিয়ে রাখছে।
শুক্রবার (১৮ জুলাই) নগরীর ডিআইটি চত্বরে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নিরপেক্ষ নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্র পাঠের দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর ও জেলা ইসলামী আন্দোলনের আয়োজিত এই সমাবেশে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ৫ আগস্টের পর এখনো চাঁদাবাজি খুন বন্ধ হয় নাই। আপনারা যদি এই চাদাবাজি, খুন বন্ধ না করেন তাহলে সব চাঁদাবাজদের ধরে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবো। আমাদের চোখ রাঙিয়ে লাভ নাই, আপনাদের রাজনীতি দেখেছি। সোহাগের মত বাংলার সন্তানকে পাথর মেরে হত্যা করবেন সেটা আর হতে দেওয়া হবে না। ৫ আগস্টের পর বাংলাদেশের মাটি, আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখতে চায় না। তারা ইসলামী শাসন দেখতে চায়। আমি এখানে আসার পর অনেক হিন্দু ভাইয়ের আমাকে বলেছে, আগস্টের পর ওলামা ভাইয়েরা আমাদের মন্দির পাহারা দিয়েছে। ঢাকার সমাবেশেও বিভিন্ন ধর্মের ভাইয়েরা আমাদের সাথে সংহতি জানিয়েছে। তরুন সমাজকে বলবো চাঁদাবাজি, খুন, দূনীতির সহযোগী হবেন না। পিআর পদ্ধতির বিকল্প যদি কেউ চিন্তা করে তাহলে সে দেশ প্রেমিক হতে পারে না।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক লোকমান হোসেন জাফরি, ওলামা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম আবরার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ, মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার, পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যমল বিশ্বাস প্রমুখ।