শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
Led02Led04রাজনীতি

তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় মহানগর যুবদলের বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে, নারায়ণগঞ্জ মহানগর যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেএই কর্মসূচি পালিত হয়।

মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা নগরীর খানপুর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চাষাঢ়া গোল চত্বর হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় নেতাকর্মীরা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা এবং আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে সদস্য সচিব শাহেদ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

RSS
Follow by Email