মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫
শিক্ষা

বন্দরের সোনাকান্দা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফল উৎসব অনুষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জ: শিশু-কিশোরদের নিয়ে বন্দরে সোনাকান্দা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়েছে ফল উৎসব। সোমবার (১৪ জুলাই) স্কুল প্রাঙ্গণে নানান আয়োজন নিয়ে উৎসবে মেতে ওঠেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহেন শাহ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাকান্দা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিআই কমিটির সভাপতি আহাম্মদ আলী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক নূর জাহিদ বাদল, শেখ কামাল, মেহেরুজ্জাহান মীম, নিপা আক্তার, বিবি কুলসুম, অনন্যা সূত্রধর, আফরোজা আক্তার, সোহাগী আক্তার প্রমুথ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, ফল উৎসব আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। দেশে যে সব ফল উৎপাদন হয় সব ফলের সঙ্গে আমাদের নতুন প্রজন্মের অনেক শিশুরাই নামের সাথে পরিচিত না। তাই দেশীয় ফলের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ঘটানো এই ফল উৎসবের অন্যতম কারণ। শুধু ফল উৎসবই নয়, বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসবের মাধ্যমে সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে হবে।

RSS
Follow by Email