শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রাক কেড়ে নিল প্রবাসীর প্রাণ, আটক ২
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে দ্রুতগতির ট্রাকের চাপায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই র্যাব-১১ অভিযান চালিয়ে ঘাতক ট্রাকসহ এর চালক ও হেলপারকে আটক করেছে।
নিহত যুবক হলেন মো. সোহেল (৩৬)। তিনি গাজীপুর জেলার কাপাসিয়া থানার মৃত কাজী জিয়ারতউল্লাহর ছেলে। কর্মসূত্রে বিদেশে থাকলেও, ছয় মাস আগে তিনি দেশে ফিরেছিলেন।
এই ঘটনায় আটককৃতরা হলেন ট্রাকচালক মাহাবুর শেখ (৩২) এবং হেলপার মেহেদী হাসান (১৯)। মাহাবুর শেখ রাজশাহী জেলার পুটিয়া থানার মাহাতাব শেখের ছেলে এবং মেহেদী হাসান একই থানার ফজলো মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক তার মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি আশুগঞ্জ, সিলেট থেকে ঢাকার যাত্রাবাড়ীর রায়েরবাগের দিকে যাচ্ছিলেন। গতকাল রাত আনুমানিক ৮টার দিকে তিনি সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক ফুটওভার ব্রিজের নিচে পৌঁছালে, পেছন দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই ঘাতক চালক ট্রাক নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে র্যাব-১১ এর একটি দল তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে পৌঁছায় এবং সিদ্ধিরগঞ্জ হাইওয়ে থানা পুলিশকে অবহিত করে। একই সাথে, ঘাতকদের ধরতে র্যাব দ্রুত অভিযান শুরু করে। পরে রাতেই সিদ্ধিরগঞ্জ থানার সানাড়পার এলাকায় অভিযান চালিয়ে ঘাতক ট্রাকটিকে শনাক্ত করা হয় এবং ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।