রবিবার, জুলাই ১৩, ২০২৫
Led03শিক্ষা

গ্রেস মার্ক না দেওয়ার প্রতিফলন দেখা গেছে: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব

লাইভ নারায়ণগঞ্জ: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, ‘এইচএসসি ও এসএসসি পরীক্ষায় এবার সরকার অতিরিক্ত নাম্বার বা ‘গ্রেস মার্ক’ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ফলাফলে তার প্রতিফলন দেখা গেছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। শিক্ষায় বিভাজন চাই না, চাই একমুখী শিক্ষা ব্যবস্থা। সোনারগাঁয়ে শিক্ষার যেসব সমস্যা রয়েছে, আমি আমার সর্বোচ্চ দিয়ে সমাধানের চেষ্টা করবো।’

শনিবার (১২ জুলাই) সকালে সোনারগাঁয়ে উপজেলা অডিটোরিয়ামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সিদ্দিক জোবায়ের।

তিনি আরও বলেন, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। আমাদের কাজ শুরু করতে হবে প্রাথমিক বিদ্যালয় থেকেই। তাই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষক, শিক্ষার্থী ও অবকাঠামো—এই তিনটি দিককেই সমান গুরুত্ব দিতে হবে। আমরা তো চাকরি করি না, আমরা ভবিষ্যৎ নাগরিক তৈরি করি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক ড. শায়লা নাসরিন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. একে লুৎফুর কবিরের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন, সাবেক অতিরিক্ত সচিব শেখ মোহাম্মদ বিল্লাল হোসাইন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, ডেমরা কলেজের অধ্যক্ষ নুরে আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সোনারগাঁ সংঘের সাধারণ সম্পাদক সামছুল আলম পনির।

কর্মশালায় প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন।

RSS
Follow by Email