রবিবার, জুলাই ১৩, ২০২৫
Led04সদর

ব্যবসায়ী সোহাগ হত্যা: না.গঞ্জে ঝড় তুলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

লাইভ নারায়ণগঞ্জ: রাজধানীতে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ফুঁসছে নারায়ণগঞ্জের রাজপথ। এ ঘটনায় অভিযুক্তদের দল থেকে বহিষ্কারের পরও থামছে না জনরোষ। শনিবার (১২ জুলাই) দুপুরে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিক্ষোভ সমাবেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলোর প্রতি তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তাদের স্পষ্ট বার্তা: “এই বাংলায় নতুন করে আর কোনো স্বৈরাচার তৈরি হতে দেব না।”

বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতা-কর্মীরা একযোগে আওয়াজ তোলেন। তাদের দাবি, গত বছরের জুলাই মাসের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে একটি ফ্যাসিস্ট কাঠামোকে উৎখাত করা হয়েছে। ঠিক এক বছর পর নতুন করে কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা বা স্বৈরাচারী শাসন মেনে নেওয়া হবে না। তাদের এই কঠোর বার্তা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

সমাবেশে ছাত্র নেতারা শুধু মিটফোর্ড হত্যাকাণ্ডের বিচারই নয়, গত জুলাই মাসের গণআন্দোলনে হতাহতের ঘটনার সুষ্ঠু বিচার এবং রাষ্ট্রকাঠামোর আমূল সংস্কারের দাবি জানান। জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরেও আমাদের মাঠে নেমে সংগ্রাম করতে হচ্ছে। আমরা দেখছি, হয়তো আবারও এদেশে একটি গণঅভ্যুত্থান করতে হবে। আওয়ামী লীগের সময়ে দেখেছি বিভিন্ন হত্যাকাণ্ডের দায় অন্য দলগুলোর উপর চাপানো হয়েছে, আর এখন বিএনপিও একই পথে হেঁটে দায় চাপিয়ে বেঁচে যেতে চাইছে।”

নিরব রায়হান সরাসরি লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তিনি বলেন, “আপনি লন্ডনে বসে এই দেশের পরিস্থিতি নিয়ে বয়ান দিবেন, সেটা হতে পারে না। যদি রাজনীতি করতে হয়, তবে দেশের মাটিতে ফিরে রাজনীতি করুন। অন্যথায় বলব, এই দলকে (বিএনপি) বাতিল ঘোষণা করুন। এই দলের প্রয়োজন নেই বাংলাদেশে।”

মহানগর শাখার আহ্বায়ক মাহফুজ খান তার বক্তব্যে বিএনপির ‘শুধুমাত্র নির্বাচন দেও’ দাবির তীব্র সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, “শুধু কি একটি নির্বাচনের জন্য জুলাইয়ে দুই হাজার মানুষ তাদের বুকের রক্ত দিয়েছে?” তিনি আবারও জোর দিয়ে বলেন, গত বছর একটি ফ্যাসিস্ট কাঠামোকে উৎখাত করার পর, আর কোনো নতুন ফ্যাসিবাদী ব্যবস্থা বা স্বৈরাচারী শাসনকে তারা মেনে নেবেন না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য সচিব জাবেদ আলম, যুগ্ম আহ্বায়ক ফারদিন শেখ, এবং মুখপাত্র সারফারাজ হক সজীব। এ সময় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সহ-মুখপাত্র শাহরিয়া আলাইনা সাফা, মহানগরের মুখপাত্র জহিরুল ইসলাম, জেলা সংগঠক তানজিল ভূঁইয়া শিথিল, জাহিদুল ইসলাম বাঁধন, বন্দর উপজেলা শাখার আহ্বায়ক মো. তানভির জিসান, মুখপাত্র আবির আহমেদ চৌধুরী, নারী প্রধান মুখপাত্র আদিবা সুলতানা, এবং এনসিপির সাদিয়া প্রধান প্রমুখ।

গত বুধবার (১০ জুলাই) পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনের সড়কে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের চারজন নেতা-কর্মীকে নিজ নিজ সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে। তবে নারায়ণগঞ্জের এই বিক্ষোভ সমাবেশ প্রমাণ করে, শুধু বহিষ্কারেই ক্ষোভ প্রশমিত হচ্ছে না। সমাবেশ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা শহরে একটি মিছিলও বের করেন, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

RSS
Follow by Email