রবিবার, জুলাই ১৩, ২০২৫
Led05আড়াইহাজার

আড়াইহাজারে রুবেল হত্যা: ১০ বছর পর অভিযুক্ত স্বপন গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: দীর্ঘ দশ বছর ধরে পলাতক থাকার পর অবশেষে র‍্যাবের হাতে ধরা পড়লো আড়াইহাজারের চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. স্বপন (৩০)। শুক্রবার রাতে আড়াইহাজার উপজেলার মনোহরদী গ্রামের শীলবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল।

ঘটনার সূত্র ও এজাহার পর্যালোচনায় র‌্যাব জানায়, ২০১৪ সালের ১ অক্টোবর সকাল ১০টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নিহত রুবেল (২৫) এর বসতঘরের সামনে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। রুবেল এর প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোটা ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরবর্তীতে রুবেলের স্ত্রী ও স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে আড়াইহাজার থানা পুলিশকে খবর দিলে তারা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

এই ঘটনায় ভিকটিম রুবেলের স্ত্রী বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-০২, তারিখ- ০২ অক্টোবর ২০১৪, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

মামলার পর থেকে আসামি স্বপন পলাতক ছিল। অবশেষে গোপন তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‍্যাব-১১ স্কোয়াড কমান্ডার মো. শামসুর রহমানের নেতৃত্বে একটি দল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email