শনিবার, জুলাই ১২, ২০২৫
Led02রাজনীতি

এক বেলা খাওয়ালে দলের মনোনয়ন পেয়ে যাবেন—এটা ভুল ধারণা: এড. টিপু

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এক ভিন্ন ধারার সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান শুরু করেছে ২১নং ওয়ার্ডে, যেখানে শুধু সংখ্যাবৃদ্ধি নয়, বরং যোগ্য নেতৃত্ব ও দলের প্রতি অবিচল নিষ্ঠার ওপর জোর দেওয়া হচ্ছে। শুক্রবার (১১ জুলাই) বিকেলে ২১নং ওয়ার্ডের সিকাদার আব্দুল মালেক স্কুল এন্ড কলেজে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন মহানগর আহ্বায়ক এড. মো. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান টিপু।

২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে, প্রধান বক্তা হিসেবে এড. মো. আবু আল ইউসুফ খান টিপু তার বক্তব্যে দলের ভবিষ্যৎ নেতৃত্ব এবং কর্মীদের জন্য স্পষ্ট বার্তা দেন। তিনি তারেক রহমান ও খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, “আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি বলেন, “অনেক শিল্পপতি ও সাবেক জনপ্রতিনিধি যারা রাজনীতিতে আসছেন, তাদের বলবো, আগে রাজনীতিটা ভালোভাবে শিখুন, যেন এসএসসি পাস করেন। যারা ৪০ বছর ধরে বিএনপির রাজনীতি করছেন, তাদের সঙ্গে পাঞ্জা লড়তে বা প্রতিযোগিতায় আসবেন না। এক বেলা খাওয়ালে, মসজিদে বা মাদ্রাসায় দান করলেই মানুষের মনের ভেতরে ঢুকে যাবেন বা দলের মনোনয়ন পেয়ে যাবেন—এটা ভুল ধারণা। দলের মনোনয়ন একমাত্র রাব্বুল আলামিন জানেন, আর জানেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সিনিয়র সদস্য ডা. মুজিবুর রহমান, বন্দর থানা বিএনপি সভাপতি শাহেনশাহ, বন্দর থানা সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আহমেদ আলী, ২১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনাক্কা, সাংগঠনিক সম্পাদক মিয়াজী, ২৪ নং ওয়ার্ডের সভাপতি মনির হোসেন প্রমুখ।

এই সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান ২১নং ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কাঠামোকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে, যা আগামী দিনের রাজনৈতিক কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

RSS
Follow by Email