শনিবার, জুলাই ১২, ২০২৫
Led03রাজনীতি

ফতুল্লায় গণসংহতি’র ফ্রি মেডিকেল ক্যাম্প: ৫ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় গণসংহতি আন্দোলনের উদ্যোগে এক ভিন্নধর্মী মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) শিয়াচর আদর্শ স্কুলে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন প্রায় ২০০ জন মানুষ। এই কার্যক্রম, যা জুলাই-আগস্ট মাসব্যাপী চলবে, ইতোমধ্যে ৫০০ এরও বেশি মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে।

গণসংহতি আন্দোলনের এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল শহীদদের স্মরণ করা এবং সমাজের সুবিধাবঞ্চিতদের কাছে মৌলিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। মেডিকেল ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. সাইদুল ইসলাম সাইদ ও ডা. ইয়াসিন ফাহিদ, যারা সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রোগীদের চিকিৎসা প্রদান করেন।

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন এই ক্যাম্পের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, “ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ১৪ শতাধিক ছাত্র জনতা শহীদ হয়েছিলেন। তাঁদের আত্মত্যাগের স্মরণে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় আমরা জুলাই ও আগস্ট মাসজুড়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছি। এ পর্যন্ত তিনটি সফল ক্যাম্পের মাধ্যমে ৫০০ এর বেশি মানুষকে আমরা চিকিৎসা সেবা দিতে পেরেছি।”

তিনি আরও যোগ করেন, “চিকিৎসা মানুষের মৌলিক অধিকার হলেও, আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনো এ থেকে বঞ্চিত। স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় অবকাঠামো, ডাক্তার বা নার্স অপ্রতুল, এবং সরকারি বরাদ্দও হতাশাজনক। আমরা মূলত শ্রমিক অধ্যুষিত এলাকায় এই সেবা পৌঁছে দিতে চাই, কারণ এই ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোতে রোগ-বিসুখের প্রকোপ বেশি এবং নিম্নবিত্তের মানুষরা অর্থের অভাবে সঠিক চিকিৎসা পান না। আমরা এই অসহায় মানুষগুলোর কাছে পৌঁছানোর চেষ্টা করছি এবং প্রয়োজনীয় ঔষধও সরবরাহ করছি। সমাজের সকল স্তরের মানুষকে আমরা এই মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানাই।”

এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী মোঃ বিপ্লব খান, জেলা কমিটির প্রচার সম্পাদক শুভ দেব, জেলা কমিটির দপ্তর সম্পাদক রাকিবুল হাসান দিপু, জেলা কমিটির সদস্য আওলাদ হোসেন, নারী সংহতির জেলা কমিটির আহ্বায়ক নাজমা বেগম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সৃজয় সাহা, জেলা কমিটির অর্থ সম্পাদক মৌমিতা নূর, সংগঠক সিয়াম সরকার, কদম রসুল কলেজ কমিটির আহ্বায়ক অনামিকা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলাইল আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ মাহাদী হাসান, স্বপ্নীল শোভন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

RSS
Follow by Email