বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫
Led02আদালত

না.গঞ্জে অ্যাটর্নি জেনারেল ‘ত্বকী হত্যার মামলাটি জাতীয় গুরুত্বপূর্ণ’

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আশ্বস্ত করেছেন যে, খুব তাড়াতাড়ি নারায়ণগঞ্জবাসীসহ দেশের মানুষ এই মামলার ফলাফল দেখতে পাবে।

বুধবার (৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি ভবনে জেলার আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি এবং জেলার সকল সরকারি কৌসুলি ও পাবলিক প্রসিকিউটরদের সাথে মতবিনিময় শেষে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য অগ্রাধিকারের ভিত্তিতে তদন্ত সম্পন্ন করা এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তিনি জানান, সেই অগ্রাধিকার ইতোমধ্যে নির্ধারিত হয়েছে এবং সেভাবেই তারা এগিয়ে যাচ্ছেন।

নিহতের পরিবার মামলার বাদী না হওয়া এবং মিথ্যা মামলার হয়রানি প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, “এ বিষয়ে আমরা যথাযথভাবে তদন্ত করছি। আমরা জাতিকে আশ্বস্ত করছি ভুক্তভোগীর পরিবার যাতে ন্যায়বিচার পায় এবং কেউ যাতে মিথ্যা মামলায় হয়রানির শিকার না হয়, সে জন্য আইন মন্ত্রণালয় থেকে ফৌজদারি কার্যবিধিতে একটি সংশোধনী প্রস্তাবনা করা হয়েছে। যাতে অন্তর্বর্তীকালীন অবস্থায় একটি ফাইনাল রিপোর্ট দেওয়া যায়। তদন্তের মাঝখানে গিয়ে কোনো কোনো আসামির বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দেওয়া যেতে পারে, যাদের বিরুদ্ধে আপাতদৃষ্টিতে মনে হবে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।”

নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলা সম্পর্কে তিনি বলেন, “আলোচিত ত্বকী হত্যা মামলাটি অত্যন্ত সংবেদনশীল মামলা। এই মামলার স্থবিরতা কোন স্টেজে রয়েছে, সেটি জেনে নিয়ে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। আপনারা দেখেছেন সংবেদনশীল মামলার মধ্যে আবরার ফাহাদ, মেজর সিনহা হত্যা মামলাকে শীর্ষ অগ্রাধিকার দিয়েছি। ত্বকী হত্যা মামলাটিও এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ মামলা। আমরা চিন্তা করব কীভাবে এটিকে দ্রুত ত্বরান্বিত করা যায়।”

এ সময় নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ-এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু নির্যাতন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধানসহ আরও অনেকে।

RSS
Follow by Email