বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led02জেলাজুড়েফতুল্লা

ফতুল্লায় রক্তাক্ত লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় পারিবারিক কলহের জেরে নুরু ইসলাম (৪৫) নামের এক ব্যাক্তিকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) ফতুল্লা কাশিপুর নরসিংপুর এলাকায় ওই ঘটনা ঘটে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নূরে আযম মিয়া।

এই ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করেছে।

ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল লাইভ নারায়ণগঞ্জকে জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। প্রাথমিক ভাবে ভিকটিমের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ভিকটিমকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসা বাদের জন্য স্ত্রীসহ ৩জনকে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত সাপেক্ষ আইননত ব্যবস্থা গ্রহন করা হবে।

RSS
Follow by Email