জামায়াত নেতার ওপর হামলা: ইসলামী আন্দোলনের নিন্দা
লাইভ নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী এবং জামায়াতে ইসলামীর নেতা গোলাম সারোয়ার সাঈদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে এক যুক্ত বিবৃতিতে এই নিন্দা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ।
নেতৃদ্বয় তাদের বিবৃতিতে বলেন, “চেম্বার পরিচালক, ব্যবসায়ী ও জামায়াত নেতা জনাব গোলাম সারোয়ার সাঈদের ওপর অতর্কিত হামলা অত্যন্ত দুঃখজনক। একের পর এক ইসলামী রাজনৈতিক নেতাদের ওপর এ জঘন্য হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।”
তারা আরও বলেন, “সন্ত্রাস মানবতার চির শত্রু। যারা এ ধরনের নৃশংসতায় জড়িত, তারা সমাজ ও সভ্যতার জন্য কলঙ্ক।”
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই হামলায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।” তারা জোর দিয়ে বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে দল ও সমাজের সকল পর্যায়ে সতর্ক থাকতে হবে।