সমকামীতার জেরে খুন হয় রূপগঞ্জের সেই যুবক
লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে পারভেজ হাসান (৩৫) নামের এক যুবকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার আল আরাফাহ ইসলামী ব্যাংকের কোষাধ্যক্ষ মেহেদী হাসান ইমন এবং ইউএস বাংলা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আরমান হোসেন।
ঘটনার বিষয়ে রূপগঞ্জ থানার ইনসপেক্ট (তদন্ত) লাইভ নারায়ণগঞ্জকে বলেন, নিহত পারভেজের সঙ্গে মেহেদী হাসান ইমনের সমকামী সম্পর্ক ছিল। একই সঙ্গে আরমান হোসেনের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল পারভেজের। এই সম্পর্ক ঘটিত দ্বন্দ্ব থেকেই হত্যার পরিকল্পনা হয়। পরবর্তীতে তারা পরিকল্পনা অনুযায়ি পারভেজকে বাড়ির ছাদে নিয়ে কুপিয়ে ফেলে আসে।
গণমাধ্যমে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানায়, এ ঘটনায় নিহতের পরিবার মামলা করলে রূপগঞ্জ থানা পুলিশ তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (৬ জুলাই) রাতে পৃথক অভিযানে রূপগঞ্জের তারাবো ও কুমিল্লা থেকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, ২ জুলাই রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকার গিয়াসউদ্দিন মোল্লার পাঁচতলা ভাড়া বাসার ছাদে পারভেজকে কুপিয়ে ফেলে রাখা হয়। পরে ওই ভবনের অন্য একটি ফ্ল্যাটে বসবাসরত কিশোর সিয়াম (১৪) ছাদে খেলতে গিয়ে পারভেজকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সবাইকে জানায়। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে পারভেজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১টার দিকে মারা যান তিনি। নিহত পারভেজ ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।