মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
Led05ফতুল্লা

নগরীর বোয়ালীখাল থেকে যুবক আটক, হেরোইন-ইয়াবা-গাঁজা উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় এক যুবককে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি, আটককৃত ফেরদৌস একজন মাদক কারবারি। রবিবার ফতুল্লা থানা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের লেচুবাগ বোয়ালীখাল বাঁধন কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ গ্রাম হেরোইন, ৫০ পিস ইয়াবা এবং ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃত যুবকের নাম মো. ফেরদৌস (২৯)। সে ফতুল্লা থানার মাসদাইর (ঘোষেরবাগ) এলাকার মো. লেবু মিয়ার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং অনুসন্ধানে র‌্যাব জানায়, ফেরদৌস একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের একজন সক্রিয় সদস্য। র‍্যাব আরও জানায়, সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় ও ছোট চালান সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা এবং এর আশেপাশের জেলায় বহন ও সরবরাহ করে আসছিল।

উল্লেখ্য, আটককৃত ফেরদৌসের বিরুদ্ধে চুরি, মারামারি ও মাদকসহ প্রায় ১৩টি মামলা রয়েছে। এছাড়াও, ফতুল্লা থানার একটি মাদক মামলায় (২৪(১১)২১) বিজ্ঞ আদালত কর্তৃক তার ০৩ বছরের সাজা হয়েছে।

আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদে মাদক বহনের সাথে জড়িত অন্যদের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই সংক্রান্তে জড়িত অন্যান্য মাদক কারবারিদেরকেও আইনের আওতায় আনার জন্য এবং মাদকের ভয়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র‌্যাব-১১,গোয়েন্দা নজরদারী ও অভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‌্যাব-১১ এর উপ-পরিচালক ও কোম্পানী কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। আটককৃত যুবকের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

RSS
Follow by Email