মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
Led02Led04সিদ্ধিরগঞ্জ

জলাবদ্ধতা নিরসনের কাজ চলছে, খুব তাড়াতাড়ি না.গঞ্জবাসী সুফল ভোগ করবে: ডিসি

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৭ জুলাই) সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জালকুড়ি বাসস্ট্যান্ড থেকে দশপাইপ সড়ক, জালকুড়ি ডিএনডি খাল সংলগ্ন রাস্তা ও ফকির রোডে মোট ১ হাজার ৫০০ বৃক্ষরোপণের মাধ্যমে এই কার্যক্রমের শুভ সূচনা হয়। আগামী ১০ জুলাই পর্যন্ত প্রতিদিন এই কার্যক্রম চলমান থাকবে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। উদ্বোধনকালে তিনি একটি পলাশ গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক জানান, ‘গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জ জেলায় ১ লক্ষ বৃক্ষরোপণ কার্যক্রম শীঘ্রই সফলভাবে সম্পন্ন হবে। একইসাথে, ‘ক্লিন’ কার্যক্রমের অংশ হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা এবং জেলার বড় খালগুলো পরিষ্কার করে জলাবদ্ধতা নিরসনের জন্য পরিকল্পনা অনুযায়ী কাজ চলমান রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, খুব তাড়াতাড়ি নারায়ণগঞ্জবাসী এর সুফল ভোগ করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) মোঃ আব্দুল ওয়ারেছ আনসারী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সদর উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ।

এই মহতী কার্যক্রমে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের বাংলা সমাজকল্যাণ সংস্থা, ভূইঘর সোনালী সংসদ, পরিবর্তন সমাজকল্যাণ সংস্থা, মাদার ওয়েলফেয়ার ও প্রভারটি এন্ড গ্রীণ মুভমেন্ট যুক্ত ছিল।

RSS
Follow by Email