সিদ্ধিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: গাঁজা ও অস্ত্রসহ এক ব্যক্তি আটক
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযান চলাকালে ২৩০ গ্রাম গাঁজা, ৮৪টি গাঁজার পুরিয়া, ৬টি দেশীয় অস্ত্র, ২টি চাপাতি, একটি কুড়াল, ৫টি মোবাইল ফোন এবং নগদ ৩২০ টাকা উদ্ধার করা হয়।
রবিবার (৬ জুলাই) সকালে সেনাবাহিনী ও পুলিশের এই যৌথ অভিযান পরিচালিত হয়।
আটককৃত ব্যক্তির নাম আলী আকবর (৫৮)। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার ২ নম্বর ওয়ার্ডের মৃত হাসান আলীর ছেলে।
অভিযান শেষে আটককৃত আলী আকবরকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।