রবিবার, জুলাই ৬, ২০২৫
Led04রাজনীতি

ইভটিজিংয়ের বিরুদ্ধে সোচ্চার হতে জিএম সাদরিলের আহ্বান

লাইভ নারায়ণগঞ্জ: ইভটিজিংয়ের বিরুদ্ধে সোচ্চার হতে সমাজের সর্ব স্তরের মানুষের কাছে আহ্বান জানিয়েছে সিদ্ধিরগঞ্জ বিএনপির সহসভাপতি, সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের সভাপতি ও সাবেক সাবেক কাউন্সিলর জি. এম. সাদরিল।

শনিবার (৫ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি।

ইভটিজিং বা যৌন হয়রানি সমাজের একটি অভিশাপ উল্লেখ করে তিনি বলেন, ‘আমি বরাবরই ইভটিজিংয়ের বিরুদ্ধে সোচ্চার। আমাদের মা-বোনদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। ইভটিজিং শুধু একটি অপরাধ নয় , এটি একটি সামাজিক ব্যাধি যা আমাদের সুস্থ সমাজ গঠনের পথে বড় বাধা। যখন কোনো নারী বা মেয়ে ইভটিজিংয়ের শিকার হন , তখন শুধু তিনি একা নন , বরং তার পরিবার এবং গোটা সমাজ ক্ষতিগ্রস্ত হয়। আমার বিশ্বাস , জনগণই সকল ক্ষমতার উৎস। তাই আপনাদের সহযোগিতা ছাড়া এই ব্যাধি দূর করা সম্ভব নয়। আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি , ইভটিজিংয়ের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হোন। আপনার আশেপাশে এমন কোনো ঘটনা দেখলে চুপ করে থাকবেন না। প্রতিবাদ করুন , রুখে দাঁড়ান এবং প্রশাসনকে অবহিত করুন। আপনাদের প্রতিটি ছোট পদক্ষেপই সমাজের বড় পরিবর্তনে সহায়ক হবে। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর , নিরাপদ ও ইভটিজিংমুক্ত ওয়ার্ড ও সমাজ গড়ি। যেখানে আমাদের মা-বোনেরা নির্ভয়ে পথ চলতে পারবেন এবং সম্মান নিয়ে বাঁচতে পারবেন। আপনাদের সহযোগিতা ও দোয়া কামনা করছি।’

RSS
Follow by Email