মানুষের কল্যাণে কাজ করে আল্লাহকে সবথেকে বেশি খুশি করানো যায়: গিয়াসউদ্দিন
লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, আমরা প্রথমে ঈমান ঠিক রাখবো। তারপর আল্লাহ যে ফরজ আমল গুলো দিয়েছেন সেগুলো করবো। এই কাজগুলো করার পর আল্লাহকে খুশি করার জন্য আমরা কিছু কাজ করতে পারি। মানুষকে সাহায্য করে, মানুষের কল্যাণে কাজ করে আল্লাহকে যত খুশি করানো যায়, তা ছাড়া অন্য কোন কাজে আল্লাহকে ততটা খুশি কারণে যায় না। আমরা নিজেদের সফলতার জন্য অনেক কাজ করি। অসংখ্য সফলতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। সে না চাইলে আমরা কেউ সফল হতে পারব না। আল্লাহকে যে খুশি করতে পেরেছি সেই সফল।
শুক্রবার (৪ জুলাই) ফতুল্লার কাশীপুর ৯ নং ওয়ার্ডে বাইতুল আকসা জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন সাবেক এমপি গিয়াসউদ্দিন। এসময় এক বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আল্লাহতালা এই দুনিয়া সৃষ্টি করেছেন মানব জাতির শ্রেষ্ঠ করেছেন তার ইবাদতের জন্য। ইবাদত হল আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলা। আজ আমরা এই জুম্মার নামাজের জন্য একত্রিত হয়েছি, শুধু আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত করলে আমরা জান্নাত পাবো। ১-এর পর যতগুলা শূন্য বসবে দুনিয়াবী সংখ্যায় তার দাম কত বেশি। কিন্তু যদি একই না থাকে তাহলে হাজারো শূন্যতেও কোন মূল্য নেই। সেই ১-ই হচ্ছে ঈমান। আমরা যত আমলই করি, আমলের সাথে ঈমান না তাকলে থাকলে সেই আমল বা ইবাদতের কোন মূল্য নেই। আমাদের বিশ্বাস রাখতে হবে এক আল্লাহর ওপর। তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের মৃত্যুর পর সব আমলের হিসাব ওনার কাছে দিতে হবে। সকল প্রশংসা ও ইবাদত আল্লাহ তালার জন্য। আমরা যা করি সম্পূর্ণ আল্লাহর জন্য করে।