ফতুল্লায় যৌথ বাহিনীর অভিযান, মাদকসহ ২ নারী আটক
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় যৌথ বাহিনীর অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়েছে। শিবু বুধবার (২ জুলাই) বিকালে মার্কেট সংলগ্ন পশ্চিম লামাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন, একই এলাকার বাসিন্দা মোছা. জয়নব (৪৮) এবং আলিয়া (৩২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা থানার ডিউটি অফিসার জানায়, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে মাদকসহ ২ নারীকে আটক করা হয়েছে। তাদের আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।