নবাগত কর কমিশনারকে সরকারি গাড়িচালক সমিতির শুভেচ্ছা
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ কর কমিশনার কার্যালয়ে নবনিযুক্ত কমিশনার মো. শহীদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি, নারায়ণগঞ্জ জেলা কমিটি।
বুধবার (২ জুলাই) সকালে এই শুভেচ্ছা অনুষ্ঠানে সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। কর কমিশনার মো. শহীদুল ইসলাম এ সময় উপস্থিত গাড়িচালকদের উদ্দেশে বলেন, “আপনারা নিজের কাজ দায়িত্ব সহকারে করবেন, এদেশের নাগরিক হিসাবে সবাইকে কর দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ এবং উৎসাহ দিবেন।”
শুভেচ্ছা ও অভিনন্দন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারি গাড়িচালক জেলা কমিটির সভাপতি মোঃ মুকবিল হোসেন মুকুল, উপদেষ্টা মোঃ আবুল খায়ের, সাধারণ সম্পাদক মোঃ জলিল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সফিউল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক আবু তাহের রাজু, সদস্য ফিরোজ আহমেদ, সদস্য মোঃ শাহিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।