বৃক্ষরোপণ ‘সদকায়ে জারিয়া’: জেলা প্রশাসক
লাইভ নারায়ণগঞ্জ: ‘গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ’ গড়ার স্বপ্ন নিয়ে এবার সবুজের আবরণে ঢাকছে বন্দর উপজেলা। বুধবার (২ জুলাই) সকাল ১১টায় মুছাপুর ইউনিয়নের পুণ্যভূমি লাঙ্গলবন্দে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে নিজ হাতে গাছ লাগিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। তার এই উদ্যোগ নারায়ণগঞ্জকে আরও সবুজ ও প্রাণবন্ত করার পথে এক ধাপ অগ্রগতি।
বৃক্ষরোপণকালে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা তার গভীর প্রত্যয় ব্যক্ত করে বলেন, “নারায়ণগঞ্জের মানুষ যেন সবুজের পরিবেশে শ্বাস নিতে পারে। আমি নারায়ণগঞ্জকে সুন্দর, পরিচ্ছন্ন ও গ্রীন সিটিতে পরিণত করার চেষ্টা করছি।” তিনি বৃক্ষরোপণকে ‘সদকায়ে জারিয়া’ আখ্যা দিয়ে জানান, বনজ-ফলজ সব ধরনের গাছ রোপণ করে যাবেন তারা। তার এই মন্তব্য উপস্থিত সকলকে পরিবেশ সুরক্ষায় অনুপ্রাণিত করে।
বৃক্ষরোপণকালে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি। মুছাপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হাসানের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মুছাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোতালেব মিয়া, বিল্লাল হোসেন, সোহেল রানা, মাহবুব হৃদয়, মনির হোসেন, মনোয়ার হোসেন, আনোয়ার হোসেন, মাহবুব মিয়া, মহিলা সদস্য খোদেজা পারভীন, লাচবলী বেগম, নিলুফা আক্তার এবং পরিষদের সচিব বসির উদ্দিন প্রমুখ।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের আয়োজনে আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন। তার এই বহুমুখী পদক্ষেপ নারায়ণগঞ্জের পরিবেশ উন্নয়ন ও জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।