প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাব
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ফতুল্লা প্রেসক্লাব। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের অডিটোরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই শুভেচ্ছা বিনিময় হয়।
ফতুল্লা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন এবং অর্থ সম্পাদক আনিসুর রহমান জুয়েলসহ কমিটির সকল নেতৃবৃন্দকে উষ্ণ অভিনন্দন জানানো হয়।
এ সময় ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম রহিম, অর্থ সম্পাদক শাকিল আহম্মেদ ডিয়েল, দপ্তর সম্পাদক মোস্তাক আহম্মেদ সুমন, এবং সদস্য মোঃ সেলিম হোসেন, মোঃ জসিম উদ্দিন, রাকিব চৌধুরী শিশির, মোঃ সোহেল রানা ও আরিফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। তারা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতাদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় ফতুল্লা প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, “গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা ও স্বাধীন সাংবাদিকতা বিকাশে নবনির্বাচিত কমিটির ভূমিকা হবে ইতিবাচক ও প্রেরণাদায়ী। আমরা আশা করি, তাঁদের নেতৃত্বে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব আরও সুসংগঠিত ও কার্যকরভাবে এগিয়ে যাবে।”
অনুষ্ঠান শেষে দুই প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই ভবিষ্যতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা অভিমত জানান যে, এই ফুলেল শুভেচ্ছা বিনিময় দুই সংগঠনের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় ও শক্তিশালী করবে এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।