বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
Led05স্বাস্থ্য

না.গঞ্জে ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষায় ১ জনের নমুনা সংগ্রহ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার জন্য মাত্র ১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই সময়ে নতুন করে কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হননি।

জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো করোনাজনিত মৃত্যুর খবর পাওয়া যায়নি। এর আগে, ২০২২ সাল পর্যন্ত নারায়ণগঞ্জে করোনায় ৩৩৩ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছিল। তবে, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই সংখ্যা আরও বেশি বলে জানানো হয়।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ী বুধবার (২ জুলাই) সকাল পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।

RSS
Follow by Email