বুধবার, জুলাই ২, ২০২৫
Led03রূপগঞ্জ

রূপগঞ্জে ঘোড়া জবাইয়ের অভিযোগে আটক এক, ১৫ দিনের কারাদণ্ড

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে পূর্বাচল উপশহরে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুতের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। সোমবার (৩০ জুন) গভীর রাতে ১০ নম্বর সেক্টরের ৫ নম্বর প্লটে এ ঘটনা ঘটে। এসময় পাঁচটি ঘোড়ার মাংস উদ্ধার করে আনসার সদস্যরা।

আটককৃত হলেন, কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার পরমপাড়া গ্রামের হাফিজ মিয়ার ছেলে ফয়েজ মিয়া

পূর্বাচল আনসার কমান্ডার আবুল হোসেন গণমাধ্যমে জানায়, রাতের টহল চলাকালে একটি পরিত্যক্ত প্লটে সন্দেহজনক কিছু লোক দেখতে পাই। পরে ঘটনাস্থলে গিয়ে পাঁচটি ঘোড়া জবাই করা অবস্থায় দেখা যায়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পলাতকদের শনাক্তের চেষ্টা চলছে।

এবিষয়ে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম বলেন, আনসার ও স্থানীয়রা ওই ব্যাক্তিকে আটকের পর সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তখন ভ্রাম্যমান আদালত আটককৃত ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দেয়।

RSS
Follow by Email