বুধবার, জুলাই ২, ২০২৫
Led03শিক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষা: ৩ জুলাই ইংরেজি ২ম পত্র

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জসহ সারা দেশে চলছে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এর ধারাবাহিকতায় রবিবার (১ জুলাই) ৩য় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ইংরেজি ২য় পত্র বিষয়ের উপর।

প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ জুলাই। পরীক্ষার বিষয় থাকবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এর পরবর্তী পরীক্ষা অনুষ্ঠিত হবে গ্রুপ সাবজেট অনুযায়ি। ১০ জুলাই অনুষ্ঠিত্ এ পরীক্ষার বিষয় থাকবে বিজ্ঞান বিভাগের জন্য পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র, ব্যবসায়ে শিক্ষা বিভাগের জন্য হিসাববিজ্ঞান ১ম পত্র এবং মানবিক বিভাগের জন্য যুক্তি বিদ্যা ১ম পত্র। বিভাগ অনুযায়ি এ পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

প্রসঙ্গত, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে নারায়ণগঞ্জের ২৬টি কেন্দ্রে। পরিক্ষায় অংশ নিয়েছে মোট ২২ হাজার ৬৮ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ১০ হাজার ২৯৪ জন ছাত্র এবং ১১ হাজার ৭৭৪ জন ছাত্রী।

RSS
Follow by Email