এইচএসসি ও সমমান পরীক্ষা: ৩ জুলাই ইংরেজি ২ম পত্র
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জসহ সারা দেশে চলছে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এর ধারাবাহিকতায় রবিবার (১ জুলাই) ৩য় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ইংরেজি ২য় পত্র বিষয়ের উপর।
প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ জুলাই। পরীক্ষার বিষয় থাকবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
এর পরবর্তী পরীক্ষা অনুষ্ঠিত হবে গ্রুপ সাবজেট অনুযায়ি। ১০ জুলাই অনুষ্ঠিত্ এ পরীক্ষার বিষয় থাকবে বিজ্ঞান বিভাগের জন্য পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র, ব্যবসায়ে শিক্ষা বিভাগের জন্য হিসাববিজ্ঞান ১ম পত্র এবং মানবিক বিভাগের জন্য যুক্তি বিদ্যা ১ম পত্র। বিভাগ অনুযায়ি এ পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
প্রসঙ্গত, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে নারায়ণগঞ্জের ২৬টি কেন্দ্রে। পরিক্ষায় অংশ নিয়েছে মোট ২২ হাজার ৬৮ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ১০ হাজার ২৯৪ জন ছাত্র এবং ১১ হাজার ৭৭৪ জন ছাত্রী।