মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫
Led05অর্থনীতি

সার্ফিং এসোসিয়েশনের সহ সভাপতি হলেন না.গঞ্জের সাইফুল ইসলাম

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের এডহক কমিটিতে সহ সভাপতি হয়েছেন আমানা গ্রুপের চেয়ারম্যান, বিকেএমইএ পরিচালক খন্দকার সাইফুল ইসলাম।

সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপনে ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

গণমাধ্যমে এ বিষয়ে এ প্রতিক্রিয়ায় খন্দকার সাইফুল ইসলাম বলেন, ‘আমি সার্ফিং এসোসিয়েশনের সাথে দীর্ঘদিন ধরেই জড়িত। এতোদিন কমিটিতে না থেকেই কাজ করেছি সার্ফিং এর উন্নয়নে। ক্রীড়া মন্ত্রনালয় আমার উপর যে আস্থা রেখেছে, সেই আস্থার প্রতিদান আমি দিতে চাই। বাংলাদেশ সার্ফিংকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই।’

কমিটির বাকি সদস্যরা হলেন, সভাপতি মেজর জেনারেল এ কে এম মুজাহিদউদ্দিন (অবঃ), সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন রোকন, সহ-সভাপতি মোঃ জেহাদ উদ্দিন, যুগ্ম সম্পাদক সাদেকুল আরেফিন এবং কোষাধ্যক্ষ সাইফুল্লাহ সিফাত। এছাড়াও সদস্য হিসেবে আছেন রাশেদ আলম, রাফে সালমান রিফাত, ফক্ধসঢ়;রুদ্দিন মানিক, সাহেদুল আলম, রাসেদ আলাম, রমজান মিয়া ও মোঃ আব্দুল্লাহ।

RSS
Follow by Email