বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led06সদর

নিতাইগঞ্জে অগ্নিকান্ড, দগ্ধ অভিজিৎ সিং মারা গেছেন

লাইভ নারায়ণগঞ্জ: শহরের নিতাইগঞ্জ এলাকায় একটি বহুতল ভবনের তৃতীয় তলায় অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ অভিজিৎ সিং (২৮) মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

বর্তমানে ৭০ শতাংশ দগ্ধ শরীর নিয়ে চিকিৎসা নিচ্ছেন এ ঘটনায় দগ্ধ হওয়া টুম্পা রানী দাস (২২)।

এর আগে, বৃহস্পতিবার ভোরে ওই এলাকার ফজলুল মিয়ার বাড়িতে ঘটনা ঘটে। দগ্ধ হয় অভিজিৎ সিং ও টুম্পা রানী দাস।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে ফজলুল মিয়ার বাড়ির তৃতীয় তলার একটি রুমে লাগুন লাগে। এসময় ওই ফ্ল্যাটে থাকা টুম্পাসহ তার পরিবারের লোকজন চিৎকার করলে ভবনের অন্য বাসিন্দারা ছুটে গিয়ে আগুন নেভায়। পরে তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে দগ্ধ অবস্থায় টুম্পা ও অভিকে রাজধানীর শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ইনিস্টিউটে নিয়ে ভর্তি করা হয়।

নারায়ণগঞ্জের ফায়ার উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, এখনো আগুন লাগার কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুন ধরতে পারে। এ নিয়ে তদন্ত চলছে।

RSS
Follow by Email