বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
আদালতসোনারগাঁ

ফার্মেসীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, অর্ধ লাখ জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে একটি ফার্মেসীতে ৫০হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ। মঙ্গলবার (১৮ জুলাই) ওই অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান অভিযানের নেতৃত্ব দিয়েছেন। এ সময় অভিযানে ক্যাবের প্রতিনিধি, জেলা মার্কেটিং কর্মকর্তার প্রতিনিধি, জেলা পুলিশ ও সোনারগাঁও থানার পুলিশের টিম টিম উপস্থিত ছিলেন।

সেলিমুজ্জামান জানান, সোনারগাঁওয়ের বারদী বাজারে একটি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখায় এবং ডাক্তার না হয়েও এখতিয়ার বহির্ভূতভাবে রোগীএ প্রেসক্রিপশনে এন্টিবায়োটিক ওষুধ লেখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় মা ফার্মেসীকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।

RSS
Follow by Email