না.গঞ্জে পল্লী বিদ্যুৎ কর্মীদের কর্মবিরতি: জরুরি সেবা চালু
লাইভ নারায়ণগঞ্জ: সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা কর্মবিরতি পালন করছেন। মঙ্গলবার (২৭ মে) সকালে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ বন্দর জোনাল অফিসে গিয়ে এমন চিত্র দেখা গেছে। অন্যদিকে নিয়মিত সেবা বন্ধ থাকলেও জরুরি সেবা চালু রাখা হয়েছে। তবে, এই কর্মবিরতি অব্যাহত থাকলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টায় মিটার রিডাররা একযোগে তাদের রিডিং বই জমা দিয়ে কর্মবিরতিতে অংশ নেন। এর ফলে আরইবি’র (Rural Electrification Board) বিদ্যুৎ সরবরাহ ঝুঁকির মুখে পড়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেই এই কর্মসূচি পালন করছে। তবে, পরিস্থিতি পরিবর্তন না হলে আজ থেকে জরুরি সেবাও বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানিয়েছেন, গ্রাহকদের সেবা নিশ্চিত করতে তারা আপাতত জরুরি সেবা কার্যক্রম চালু রেখেছেন। তারা উল্লেখ করেন, জেলায় পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ১০ লাখ আবাসিক গ্রাহক রয়েছেন।
প্রসঙ্গত, এর আগে গত বছরের অক্টোবরেও দেশের বিভিন্ন জেলায় আন্দোলনকারী কর্মীরা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিল, যার ফলে সেসব এলাকার গ্রাহকরা কয়েক ঘণ্টা বিদ্যুৎ-বিচ্ছিন্ন ছিলেন। বর্তমান কর্মবিরতি এবং ভবিষ্যতের সম্ভাব্য প্রভাব নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা আশা করছেন, দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং গ্রাহক সেবায় কোনো বড় ধরনের ব্যাঘাত ঘটবে না।