বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫
সাহিত্য

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্মাননা পেলেন না.গঞ্জের সাব্বির সেন্টু

লাইভ নারায়ণগঞ্জ: দেশের অন্যতম প্রকাশনা সংস্থা বাঙালী কর্তৃক বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্মাননা গ্রহণ করলেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান সাব্বির আহমেদ সেন্টু।

শনিবার (২৪ মে) সন্ধায় রাজধানীর বাংলামোটর এলাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে সভা ও সাহিত্য সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এ সম্মাননা গ্রহণ করেন সাব্বির আহমেদ সেন্টু।

অনুষ্ঠানে কবি ও সম্পাদক পুলিন রায়ের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, প্রধান অতিথি দৈনিক ইত্তেফাক’র নির্বাহী সম্পাদক ও সাপ্তাহিক রোববার এর সম্পাদক সৈয়দ তোসারফ আলী, বিশেষ অতিথি কবি ও ছড়াকার গোলাম কিবরিয়া পিনু, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের যুগ্ম পরিচালক মো. আরিফ উদ্দিন।

আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক সরকার আবদুল মান্নান। উদ্যোক্তা ও বাঙালী প্রকাশনীর প্রকাশক আরিফ নজরুলের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নন্দন সাহিত্য একাডেমির চেয়ারম্যান শেখ সাইদুর রহমান সাইদ। সংগীত ও আবৃত্তিসহ নানা আয়োজনে অনুষ্ঠানটি সাজানো হয়। পরিশেষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা গুণীজনদের হাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্মাননা-২০২৫ তুলে দেয়া হয়। এদের মধ্যে কথা সাহিত্যে সাব্বির আহমেদ সেন্টু ছাড়াও কবিতায় প্রফেসর আমির হোসেন ছাড়াও, ছড়া সাহিত্যে নজরুল ইসলাম শান্তু, গোলাম নবী পান্না,নূরজাহান নীরা,অচিন্ত চয়ন সম্মাননা গ্রহণ করেন। উল্লেখ্য, সাব্বির আহমেদ সেন্টু দৈনিক বিজয় পত্রিকা ও সাহিত্যের ছোট কাগজ ধ্রব’র সম্পাদক এবং একজন্য নাট্য ও চলচ্চিত্র নির্মাতা।

RSS
Follow by Email