ফতুল্লায় ইসলামী আন্দোলনের প্রার্থী বাছাই আগমী ৩০ মে
লাইভ নারায়ণগঞ্জ: মে মাসের ৩০ তারিখ দলের জন্য প্রার্থী বাছাই অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন। সোমবার (২৬ মে) বিকাল ৩টায় ফতুল্লার পঞ্চবটি কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় এ ঘোষণা দেওয়া হয়।
নেতৃবৃন্দরা বলেন, আসছে ৩০ মে বিকেল ৩টায় জামতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বাছাই অনুষ্ঠিত হবে। সভা থেকে এই প্রোগ্রামকে সফল করার জন্য নারায়ণগঞ্জ-৪ আসনের আওতাধীন সকল দায়িত্বশীলকে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।
সভায় আসন্ন কর্মসূচি বাস্তবায়নে সাংগঠনিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন ও মাঠপর্যায়ে কর্মী সক্রিয়তা নিয়েও আলোচনা হয়।
ফতুল্লা থানা ইসলামী আন্দোলনে আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন, ফতুল্লা থানা কমিটির সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন থানা সেক্রেটারি মুহাম্মাদ যোবায়ের হুসাইন। সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব আমান উল্লাহ, সেক্রেটারি মুহাম্মাদ যোবায়ের হুসাইন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব রুবেল হুসাইন, দফতর সম্পাদক মুহাম্মাদ মুক্তার হুসাইন, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব সাইদুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব শাহাদাত হোসেন রানা।