মোহাম্মদ হাতেমের প্রশ্ন: মালিকের সার্ভিস বেনিফিট কে এনশিওর করবে?
লাইভ নারায়ণগঞ্জ: শ্রমিকদের সার্ভিস বেনিফিট না দেওয়ার জন্য যদি একজন মালিককে জেলে যেতে হয় তাহলে সেটা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যাকাত বোর্ডের সদস্য ও বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম। সোমবার (২৬ মে) সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
মোহাম্মদ হাতেম বলেন, ‘সম্প্রতি পত্র-পত্রিকা একটি নিউজ হয়েছে যে ২৮ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন দিতে না পারলে মালিকদের জেলে যেতে হবে। এই সংবাদের প্রেক্ষিতে আমাদের সেক্টরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দেশের অর্থনৈতিকভাবে এগোনোর পিছনে বিশেষ ভূমিকা রেখেছে মালিকরা। দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেও সার্ভিস দিয়েছে মালিকরা। আমি জানিনা কোন প্রেক্ষাপটে উপদেষ্টারা এমন একটি কথা বলেছে। যতটুকু আমি জানি সেখানে মাহমুদ ডেনিমের শ্রমিকদের সার্ভিস বেনিফিট দেওয়ার একটা কথা উঠেছিল। মাহমুদ ডেনিমের শ্রমিকদের বেতন ক্লিয়ার হওয়ার পরও কেন সার্ভিস বেনিফিট দিতে পারছে না আমরা কি সেটা খতিয়ে দেখেছি? আমি মনে করি এর জন্য দায়ী তিতাস গ্যাস। সরকারের এত সংস্থা থাকার পরও মাহমুদ ডেনিমের প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করতে ব্যর্থ হলো। তিতাস গ্যাসের কারণে তিন বছর ধরে প্রতিষ্ঠানে গ্যাস পেল না। সেই শিল্পটি যখন রুগ্ন শিল্পে পরিণত হলো, তখন যদি মালিককে জেলে যেতে হয় তাহলে এত বছর সার্ভিস দিয়ে বা লক্ষ হাজার শ্রমিকের কর্মসংস্থান করে এইটুকু সার্ভিস বেনিফিট কি সেই মালিক প্রত্যাশা করতে পারে না? মালিকের সার্ভিস বেনিফিটটা কে এনশিওর করবে? আজ আমার জীবনের সবকিছু শেষ করে রাস্তার ফকির হতে হচ্ছে এর জন্য দায়ী কে?’
মোহাম্মদ হাতেম আরও বলেন, ‘সরকারের কাছে আমি বিনীত অনুরোধ করবো, এ বিষয়গুলো ফয়সালা করার জন্য। আমরা বারবার বলছি, আমাদের উদ্যোক্তাদের জন্য যদি সেইফ এক্সিট পলিসি থাকতো তাহলে এই সমস্যাগুলো হতো না। আর যদি এক সার্ভিস বেনিফিটের জন্য একজন মালিককে জেলে যেতে হয় তাহলে সেটা দুর্ভাগ্যজনক। শ্রমিকদের ন্যায্য বোনাস বেতন দিতে হবে তার কোন বিকল্প নেই, তবে মালিক যদি অপারগত হয় তাহলে সরকারের অবস্থানের একটা জায়গা থাকতে হবে।’