বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫
Led05গণমাধ্যমরূপগঞ্জ

১৯ বছর পর রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সাত্তার আলী আহ্বায়ক

লাইভ নারায়ণগঞ্জ: দীর্ঘ ১৯ বছরের অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে গঠিত হলো রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি। সোমবার (২৬ মে) দুপুরে এক সাধারণ সভায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের এই সংগঠনের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি রূপগঞ্জ প্রেসক্লাবের আধুনিকায়ন এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

প্রবীণ সাংবাদিক আলম হোসেন এই কমিটি ঘোষণা করেন। সাত্তার আলী সোহেলকে আহ্বায়ক করে গঠিত নতুন কমিটির অন্য সদস্যরা হলেন মো. হানিফ মোল্লা, রাসেল আহমেদ, আলী হোসেন টিটো এবং নাজমুল হুদা। সাংবাদিক আলম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিক মাসুদ করিম, শাকিল আহমেদ, শাহেল মাহমুদ, লিখন রাজ, আনোয়ার, জি.কে দিলু, শফিকুল ইসলাম সহ আরও অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন।

কমিটি ঘোষণার পর প্রবীণ সাংবাদিক আলম হোসেন নতুন কমিটির প্রতি আগামী ৬ মাসের মধ্যে রূপগঞ্জ প্রেসক্লাবের একটি আধুনিক ভবন নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপনের দাবি জানান।

রূপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত আহ্বায়ক সাত্তার আলী সোহেল তার বক্তব্যে বলেন, “রূপগঞ্জ প্রেসক্লাবকে একটি মডেল প্রেসক্লাবে রূপান্তর করা হবে।” তিনি রূপগঞ্জে কর্মরত সকল সাংবাদিককে পর্যায়ক্রমে ক্লাবের সদস্য করার প্রতিশ্রুতি দেন। সোহেল আরও জানান, সকলের সহযোগিতায় আগামী ৬ মাসের মধ্যে রূপগঞ্জ প্রেসক্লাবের একটি অত্যাধুনিক ভবন নির্মাণের চেষ্টা করা হবে।

একই সাথে তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন, “প্রেসক্লাবে আর কখনো চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না।” সোহেল জোর দিয়ে বলেন, “রূপগঞ্জের সাংবাদিকেরা এখন থেকে স্বাধীন সাংবাদিকতা করতে পারবেন।”

রূপগঞ্জ প্রেসক্লাবের কমিটি ঘোষণার পর রূপগঞ্জের রাজনৈতিক নেতারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। নতুন এই কমিটি রূপগঞ্জের সাংবাদিকতা অঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে এবং পেশাদারিত্ব ও জবাবদিহিতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

RSS
Follow by Email