বৃহস্পতিবার, মে ২৯, ২০২৫
Led03রাজনীতি

ঢাকায় জিয়ার মাজার জিয়ারতে জাকির খান

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। সোমবার (২৬ মে) ঢাকায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করতে বিএনপির সিনিয়র নেতাদের সাথে উপস্থিত ছিলেন তিনি।

এর আগে সকালেই জাকির খান নেতাকর্মীদের বিশাল গাড়িবহর নিয়ে ঢাকার উদ্দ্যেশ্যে রওয়ানা দেন।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির যুগ্ম মহাসচিব হবীব উন নবী খান সোহেল, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ বিএনপির কেন্দ্রীয় এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

RSS
Follow by Email