ফতুল্লায় পানি বন্দি মানুষের মাঝে ফ্রি ভ্যান পারাপার চালু
# স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চালু রাখবো: জব্বার
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার কাশিপুরের লালপুর এলাকায় পানি বন্দি মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ফতুল্লা সাংগঠনিক দক্ষিণ শাখা। ভ্যান শ্রমিকদের উদ্যোগে এই এলাকায় “ফ্রি পানি পারাপার” কার্যক্রম চালু করা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে স্বস্তি এনে দিয়েছে।
এই মহতী কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান, ফতুল্লা দক্ষিণ সংগঠনের আমির মাওলানা নাসির সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় মাওলানা আবদুল জব্বার বলেন, “স্থায়ী সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই কার্যক্রম পানি বন্দি এলাকায় চালু রাখবো ইনশাআল্লাহ।”