সোমবার, মে ২৬, ২০২৫
Led03অর্থনীতি

না.গঞ্জে ডিপো-পেট্রোল পাম্পে ৬ ঘন্টা জ্বালানী তেল সরবরাহ বন্ধ

লাইভ নারায়ণগঞ্জ: সারা দেশের ন্যয় নারায়ণগঞ্জেও ৬ ঘন্টা জ্বালানী তেল সরবরাহ বন্ধ ছিল। রবিবার (২৫ মে) সকাল ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত নারায়ণগঞ্জের চারটি ডিপো ও বিভিন্ন পেট্রোল পাম্পে এ কর্মসূচী পালন করা হয়। পরবর্তীতে ঢাকা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে ১০ দফা দাবি ধর্মঘট স্থগিত করেন মালিক-শ্রমিকরা।

এ বিষয়ে বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন ফতুল্লা ডিপো যমুনা ও মেঘনা শাখা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ূন জাকির মিলন বলেন, পেট্রোল পাম্প সিএনজি এলপিজি ডিপজ সংশ্লিষ্ট আমরা সবাই এই দাবিদার ভুক্তভোগী। বিভিন্ন সরকার আসে যায় কিন্তু আমাদের দাবিগুলো নিয়ে তালবাহানা করে। যে আমরা দশ দফা দাবি গুলো উপস্থাপন করেছে গোলা জনগণ এবং সরকারের সংশ্লিষ্ট সকল মহলে জানে দাবীগুলো যৌক্তিক। দাবিগুলো যদি সরকার পূরণ করে দেয় তাহলে আমরা অনেক উপকৃত হব। আমাদের এই সংগঠন নিয়ে বাঁচা-মরার একটা লড়াই চলছে। আমরা আশা করি সরকার আমাদের দাবিগুলো বাস্তবায়ন করবেন এবং আমাদের নেতৃবৃন্দদের সময় সীমা দিয়েছেন এর মধ্যেই দাবি গুলো বাস্তবায়ন হবে। গাড়িগুলো পূরণ হলে আমাদের এই সংস্থায় নতুন করে আশার সঞ্চার হবে বলে আমি মনে করি। আজ যে কর্মবিরতি ছিল সেটা সার্থক ও সফল হয়েছে।

সংগঠনের নেতারা দাবি করে বলেন, বিগত সময় কোন সরকার আশ্বাস দিলেও তাদের দাবি বাস্তাবায়ন করেনি। ১০ দফা দাবি বাস্তাবায়ন করতে বর্তমান সরকারের আশ্বাসে ধর্মঘট স্থগিত করা হয়েছে। এ সরকার আমাদের ১০ দফা দাবি দ্রত বাস্তবায়ব করবেন এমটিই আশা করছি।

তাদের দাবিগুলো হল:- তেল বিক্রির কমিশন ন্যূনতম ৭ শতাংশ করা, সড়ক ও জনপথ অধিদপ্তরের ভূমির ইজারা মাশুল আগের হারে বহাল রাখা, পাম্প-সংযোগ সড়কের ইজারা নবায়নে আবেদনের সঙ্গে নির্ধারিত পে-অর্ডার জমা দিলেই তা নবায়ন হয়েছে বিবেচনা করা, বিএসটিআইয়ের মাধ্যমে কেবল ডিসপেন্সিং ইউনিট স্ট্যাম্পিং ও পরিমাপ যাচাই করা, আন্ডারগ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন, ডিপ রড পরীক্ষণ ফি ও নিবন্ধনপ্রথা বাতিল করা, পরিবেশ কলকারখানা ও ফায়ার সার্ভিস লাইসেন্সের বিধান বাতিল করা, ঘরের মধ্যে বা খোলা স্থানে অবৈধভাবে মেশিন বসিয়ে জ্বালানি বিক্রি বন্ধ করা, ডিলারশিপ ছাড়া বিপণন কোম্পানির সরাসরি তেল বিক্রি বন্ধ করা, ট্যাংকলরির চালকদের লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স দেওয়া সহজ করা, যেখানে-সেখানে ট্যাংকলরি থামিয়ে কাগজপত্র পরীক্ষা না করে ডিপো গেইটে তা সম্পন্ন করা এবং সব ট্যাংকলরির জন্য আন্তঃজেলা রুট পারমিট ইস্যু করা।

নারায়ণগঞ্জে জ্বালানি তেলের চারটি ডিপো থেকে প্রতিদিন এক হাজারের অধিক ট্যাংলরী মাধ্যমে পেট্রোল, ডিজেল, অকটেন, কেরাসিন ও ফার্নিস অয়েল সরবরাহ করা হয় ঢাকা বিভাগের বিভিন্ন জেলায়। বিশেষ করে সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত দুইটি ডিপো থেকে বিমানে ব্যবহৃত ১৫০ গাড়ি জেট ফুয়েল প্রতিদিন সরবরাহ করা হয়।

প্রসঙ্গত, এর আগে গত ১১ মে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ২৫মে কর্মবিরতি পালনের এই ঘোষণা দেয় বাংলাদেশ পেট্রোলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ। তবে তাদের কর্মবিরতিতে হজ ফ্লাইট, আন্তর্জাতিক ফ্লাইট সচল রাখার জন্য উড়োজাহাজের তেল ও পেট্রোল পাম্পগুলো থেকে কেবল অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও পুলিশের গাড়িতে তেল সরবরাহ করতে পারবে বলে উল্লেখ করা হয়।

RSS
Follow by Email