সোমবার, মে ২৬, ২০২৫
Led01Led03আদালত

পোশাক শ্রমিক হত্যা মামলা: আ.লীগ নেত্রী ও সাবেক মেয়র আইভী ২ দিনের রিমান্ডে

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২৫ মে) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিন এর আদালত এই রায় দেন। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জ নিশ্চিত করেছেন আদালত পুলিশের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. কাইউম খান।

উল্লেখ্য, গত ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে পুলিশ আওয়ামী লীগ নেত্রী আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে পোশাককর্মী মিনারুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে, বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সে সময় তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল।

RSS
Follow by Email