সোমবার, মে ২৬, ২০২৫
Led02Led05রাজনীতি

বৈষম্যবিরোধী মামলার আ.লীগ নেত্রী টুসি গ্রেপ্তার, ডেমরা থানায় হস্তান্তর

লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য ও ছাত্রলীগের সাবেক নেত্রী রজনী আক্তার টুসিকে (৩৮) ফতুল্লার কাশিপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে ফতুল্লার মুসলিম নগর পাওয়ার হাউজ সংলগ্ন রুবেল মিয়ার বাড়ি থেকে স্থানীয় ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। তথ্যটি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম।

তিনি জানান, রজনী আক্তার টুসি প্রায় তিন মাস ধরে রুবেল মিয়ার বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় ছাত্র-জনতা ওই বাড়ি ঘেরাও করে এবং থানায় খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে।

রজনী আক্তার টুসি ডেমরা সারুলিয়া স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা এবং আবুল কাশেমের মেয়ে।

এদিকে, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী নিশ্চিত করেছেন যে, ডেমরা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি টুসি। তিনি গ্রেপ্তারের পর সদর মডেল থানায় পুলিশের হেফাজতে ছিলেন। বিষয়টি ডেমরা থানা পুলিশকে জানানো হয়েছে এবং তাদের হাতে রজনী আক্তার টুসিকে হস্তান্তর করা হবে।

শনিবার রাতেই টুসিকে ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নারায়ণগঞ্জ পুলিশ জানিয়েছে।

RSS
Follow by Email