কিশোরদের বিরোধে ছুরিকাঘাতে খুন: ৫ জন আটক
লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ কদমতলী এলাকায় কিশোরদের পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান রায়হান (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকেলে ডিএন্ডডি লেকপাড় হৃদয় ক্লাবের সামনে এই নৃশংস ঘটনা ঘটে। এই চাঞ্চল্যকর হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে র্যাব-১১। এছাড়া বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত পাইটু হৃদয়সহ আরও ৩জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৪ মে) রাতে সিদ্ধিরগঞ্জ মিজমিজি পাইনাদী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, প্রধান অভিযুক্ত পাইটু হৃদয় (১৪), সিদ্ধিরগঞ্জ নয়াপাড়া এলাকার মো. আব্দুস সামাদের ছেলে মো. হৃদয় (৩০), নোয়াখালী গঙ্গাবর মাইজদী এলাকার মনির হোসেনের ছেলে আল আমিন (২০), মো. সাব্বির (১৮) ও মো. আতিক (২২)।
কী ঘটেছিল সেদিন?
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, নিহত আব্দুল্লাহ খান রায়হান সেদিন তার বন্ধুদের সাথে ক্লাবের দক্ষিণ পাশের চত্বরে আড্ডা দিচ্ছিল। এ সময় পূর্বে ঘটে যাওয়া এক মারামারির জেরে গ্রেপ্তারকৃত আসামিসহ আরও ১৪-১৫ জন মিলে রায়হানের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীদের একজনের হাতে থাকা সুইচ গিয়ার চাকু দিয়ে রায়হানের বুকের বাম পাশে স্বজোরে আঘাত করলে সে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহত আব্দুল্লাহ খান রায়হানের পিতা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব ও পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার
এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্য সংগ্রহ করতে থাকে। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১ একটি চৌকস আভিযানিক দল শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ মিজমিজি পাইনাদী এলাকায় অভিযান চালিয়ে, হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে আটত করতে সক্ষম হয়। এছাড়া সিদ্ধিরগঞ্জ মিজমিজি পাইনাদী এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৩জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব।