রবিবার, মে ২৫, ২০২৫
Led03Led05সিদ্ধিরগঞ্জ

বিরোধের জেরে ছুরিকাঘাত, সিদ্ধিরগঞ্জে কিশোর নিহত

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে কিশোরদের বিরোধের জেরে ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৩ মে) রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুন্ডা এলাকায় ওই ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মো. মিজানুর রহমান।

নিহত কিশোরের নাম আব্দুল্লাহ খান রায়হান পায়েল (১৬)। সে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকার মো. শামীম খানের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, কিশোদের দুটি গ্রুপের মধ্যে পূর্ব বিরোধের জেরে শুক্রবার রাতে ধনকুন্ডা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় আব্দুল্লাহ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

RSS
Follow by Email