জরুরি মেরামত কাজে সোনারগাঁয়ে গ্যাস সরবরাহ বন্ধ
লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁ উপজেলায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন মেঘনাঘাট জোনাল বিক্রয় অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী সুরজিত কুমার সাহা।
প্রকৌশলী সুরজিত কুমার সাহা জানান, সোনারগাঁও ডিআরএস (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন)-এর ৮ ইঞ্চি ব্যাসের ৫০ পিএসআইজি ইনলেট ভালভ বন্ধ রেখে টাই-ইন কাজ সম্পন্ন করা হবে। এর ফলে পুরো সোনারগাঁও এলাকায় নির্ধারিত সময় পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিনি গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সহযোগিতা কামনা করেছেন।