বৃহস্পতিবার, মে ২২, ২০২৫
Led04বন্দর

বন্দরে বৃদ্ধের লাশ উদ্ধার: সৎ মেয়ে ও জামাতার বিরুদ্ধে মামলা

লাইভ নারায়ণগঞ্জ: বন্দর দাদন আহাম্মেদ নাছির নামের এক বৃদ্ধের লাশ উদ্ধারের ঘটনায় সৎ মেয়ে ও জামাতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাতে নিহতের দ্বিতীয় স্ত্রী রিনা বেগম ওরফে রমিজা বেগম বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। এক আগে সকালে এ ঘটনা ঘটে।

মালায় সৎ মেয়ে ও জামাতাকে আসামি করা হয়। এরপর জামাতা চঞ্চল মিয়াকে (৫৫) আটক করে বুধবার আদালতে সোপর্দ করে পুলিশ। আটককৃত চঞ্চল সিরাজগঞ্জ জেলার সদর থানার রামঘাতি এলাকার মৃত শাকিলাল মিয়ার ছেলে, বর্তমানে সে বন্দর রেললাইন কলাবাগ খালপাড় এলাকায় বসবাস করে।

নিহতের স্ত্রী রিনা বেগম গণমাধ্যমে জানায়, প্রথম সংসারের মেয়ে আনোয়ারা বেগম ও তার মেয়ে ঝিনুক আক্তারের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। সোমবার ঝগড়ার এক পর্যায়ে আনোয়ারা রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ঝিনুককে দেখে থুথু ফেলেন। এ নিয়ে পরদিন মঙ্গলবার সকাল ১০টায় কাজের উদ্দেশ্যে বের হলে আনোয়ারা ও তার স্বামী চঞ্চল পথরোধ করে গালিগালাজ ও মারধর শুরু করেন। এক পর্যায়ে দাদন আহাম্মেদ নাছির অটোরিকশা নিয়ে ঘটনাস্থলে হাজির হলে জামাতা চঞ্চল তাকে রিকশা থেকে নামিয়ে দাঁড়ি টেনে ধরে বুকে কিল-ঘুষি মারেন, এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বন্দর মা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই।

RSS
Follow by Email