বুধবার, মে ২১, ২০২৫
Led02শিক্ষা

সোনারগাঁয়ে অসুস্থ হয়ে পরা ১০ শিক্ষার্থী এখন সুস্থ

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে একটি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে অসুস্থ হওয়া ১০ জন শিক্ষার্থীর মধ্যে এখন সকলে সুস্থ আছেন। সোমবার (১৯ মে) সন্ধায় লাইভ নারায়ণগঞ্জকে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. শারমিন আক্তার তিথি। এর আগে দুপুরে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন ওই স্কুলের দশম শ্রেণীতে অধ্যয়নরত লিজা আক্তার, আনিসা আক্তার, রাজিয়া আক্তার, হাদিয়া আক্তার, হাফসা আক্তার, এলিন আক্তার, তানিসা আক্তার ও মেহেরুন নেছা প্রমুখ।

স্থানীয়রা জানায়, ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ দুজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে পালাক্রমে আরও ৮ জন অসুস্থ হোন।

ডা. শারমিন আক্তার তিথি বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে যে ১০ জন শিক্ষার্থী এসেছিল তারা সবাই এখন সুস্থ। আমরা সেই স্কুলে গিয়েছিলাম সেখানের ভেন্টিলেশন ও পানি চেক করেছি। সেখানে আসেপাশের কোন নির্মান কাজও করা হয়নি। ক্লাসে গ্যাস জমেছে কিনা সেটাও চেক করেছি। ছাত্রীদের ক্লাস থেকে সমস্যা হতে পারে এমন কিছু পাইনি। আমরা চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দিয়েছি। যতোটুকু বুঝেছি তারা সাইকোলজিক্যাল ইলনেসের শিকার হয়েছে। ক্লাসে ২-৩ জন অসুস্থ হওয়ায় বাকিরা মানসিক ভাবে দুর্বল হয়ে পরে। শিক্ষার্থীরা যখন এখানে এসেছে তখন তারা শ্বাস কষ্টের কথা বলছিলো। তবে এখন তারা সবাই সুস্থ। এছাড়াও আজ আমাদের কাছে একজন শিক্ষার্থী ভর্তি হয়েছেন, তিনি ডাইরিয়া রোগে আক্রান্ত ছিলো। সে বাসায়ও বমি করেছে এবং ক্লাসে গিয়েও বমি করেছে। আমরা তাকে চিকিৎসা দিচ্ছি।

RSS
Follow by Email