পাসপোর্ট অফিসের সামনে দালালদের জরিমানা, অবৈধ দোকান উচ্ছেদ
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস প্রাঙ্গণে হানা দিয়েছে জেলা প্রশাসন। দালালচক্রের দৌরাত্ম্য আর অবৈধ স্থাপনার বিরুদ্ধে মঙ্গলবার (২০ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এক ঝটিকা অভিযান চালানো হয়। এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম।
অভিযান চলাকালে পাসপোর্ট অফিসের আশেপাশে দালালদের সক্রিয় তৎপরতা চোখে পড়ে। হাতেনাতে ধরা হয় দু’জন দালালকে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারায় মামলা দায়ের করা হয় এবং প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় একটি পাসপোর্টও জব্দ করা হয়েছে। এই পদক্ষেপ নাগরিক সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের দৃঢ় অবস্থানের ইঙ্গিত দেয়।
শুধু দালাল নয়, পাসপোর্ট অফিসের সামনের সড়কে গড়ে ওঠা একাধিক অবৈধ দোকানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব দোকানের মালিকদের এক সপ্তাহের মধ্যে নিজ উদ্যোগে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতায় একটি টিনের দোকান তাৎক্ষণিকভাবে ভেকু দিয়ে সরিয়ে ফেলা হয়, যা অবৈধ দখলদারদের প্রতি একটি কঠোর বার্তা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিক সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অর্থাৎ, পাসপোর্ট অফিসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসন বদ্ধপরিকর।