বুধবার, মে ২১, ২০২৫
Led02Led03গণমাধ্যমফতুল্লা

রাজনৈতিক মহলের ইন্ধনে পুলিশ-প্রশাসন সাংবাদিকদের হয়রানির চেষ্টা করছে: রহিম

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা এবং একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে ফতুল্লার সাংবাদিকরা তীব্র বিক্ষোভ সমাবেশ করেছেন। মঙ্গলবার (২০ মে) ফতুল্লা প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ফতুল্লা থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম এই সমাবেশে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আপনারা যদি সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিতে চান, তাহলে এর বিরুদ্ধে আমরাও রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলবো। সাংবাদিক সমাজ কারও পক্ষে বা বিপক্ষে লেখে না। আমরা যা দেখি, যা বুঝি, তাই লিখি। আমরা দেশের স্বার্থে লিখি। আমরা পুলিশ কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতিপক্ষ নই।”

তিনি আরও অভিযোগ করেন, “আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক মহলের ইন্ধনে পুলিশ প্রশাসন সাংবাদিকদের হয়রানির চেষ্টা করছে। আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাই, আপনারা এসব অপচেষ্টা বন্ধ করুন। সাংবাদিকদের টুঁটি চেপে ধরার চেষ্টা করলে এর পরিণতি ভালো হবে না।”

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য প্রকাশ করতে গিয়ে যদি তাদের হামলা-মামলার শিকার হতে হয়, তাহলে সমাজে অন্যায় ও দুর্নীতি আরও বেড়ে যাবে। তারা অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

RSS
Follow by Email